দুই মাস পর সচল হলো দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল

সাবমেরিন কেবলপ্রতীকী ছবি

দুই মাস পর দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌লের (সিমিউই-৫) সংযোগটি চালু হয়েছে। আজ শুক্রবার এ সাবমেরিন কেব্‌লটি সচল হয়।

বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিমিউই-৫ কনসোর্টিয়াম কর্তৃক আজ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে কেব্‌লটির মেরামতের কাজ সম্পন্ন হয়। এরপরই বিএসসিপিএলসির সিমিউই-৫–এর মাধ্যমে সংযোগকৃত সার্কিটগুলো চালু করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শুক্রবার শুক্রবার দিবাগত রাত ১২টায় বিএসসিপিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌লটি সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর দেশের ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দেয়।

বিএসসিপিএলসি জানিয়েছিল, দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল দিয়ে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ হয়। এই লাইন কাটা পড়ায় তারা প্রথম সাবমেরিন কেব্‌ল দিয়ে বিকল্প ব্যবস্থা করেছিল।