ঢাকা ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে

ঢাকা ব্যাংক

সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে শক্তিশালী ১০টি ব্যাংকের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক  ঢাকা ব্যাংক পিএলসিসহ ১০টি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। বিস্তারিত আলোচনার পর, অংশগ্রহণকারী ব্যাংকগুলোর প্রধানেরা তারল্য সহায়তার মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর প্রতি তাঁদের সর্বাত্মক সহযোগিতা প্রসারিত করতে সম্মত হন। এরই ধারাবাহিকতায় ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ২৫০ কোটি টাকার তারল্য সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। বিজ্ঞপ্তি