সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আইনজীবী হত্যায় আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

আইনজীবী সাইফুল ইসলাম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে
বিস্তারিত পড়ুন...

তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে: মির্জা ফখরুল

’৯০ এর গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে
ছবি: সাজিদ হোসেন

৫ আগস্টের বিপ্লবের তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েক দিনে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ‘এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না, যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি। নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারব না।’
বিস্তারিত পড়ুন...

অন্তর্বর্তী সরকারের অধীন মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন ৬০ শতাংশ মানুষ

অন্তর্বর্তী সরকারের অধীন মতপ্রকাশের স্বাধীনতা পতিত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে বলে মনে করেন ৬০ দশমিক ৪ শতাংশ মানুষ। আর অন্তর্বর্তী সরকারের সময় সংবাদমাধ্যম আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন ৬১ দশমিক ২ শতাংশ মানুষ।
বিস্তারিত পড়ুন...

আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে জেনে নিন কিছু প্রয়োজনীয় তথ্য

আয়কর রিটার্ন
গ্রাফিকস: প্রথম আলো

ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। জরিমানা ছাড়া ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করার সর্বশেষ তারিখ নির্ধারিত থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময় বাড়িয়েছে। অর্থাৎ ১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত সময়ের আয়ের জন্য করদাতারা জরিমানা ছাড়াই এ বছরের শেষ দিন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। তবে চলতি করবছরের আগে যাঁরা টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) নিয়েছেন কিন্তু কোনো কারণে একবারও রিটার্ন দেননি, তাঁরা আগামী বছরের ৩০ জুনের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে চলতি ও আগের বছরের রিটার্ন স্বনির্ধারণী পদ্ধতিতে জমা দিতে পারবেন।
বিস্তারিত পড়ুন ...

আইপিএলে নেই, বিগ ব্যাশের দরজা বন্ধ—সাকিব এখন খেলবেন কোথায়

আবুধাবি টি–১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান
ফেসবুক

আইপিএলে দল পাননি। এমনকি তাঁকে নিলামেও তোলা হয়নি। মানে কোনো ফ্র্যাঞ্চাইজির তাঁর প্রতি কোনো আগ্রহই ছিল না। অবশ্য এটা মোটেই অবাক করার মতো ঘটনা ছিল না। কারণ, আইপিএল নিলাম নিষ্ঠুর এক জায়গা। এখানে অনেকের পেছনে কোটি কোটি টাকা যেমন ঢালা হয়, তেমনি অনেককে দেখলেও মুখও ফিরিয়ে নেওয়া হয়। সে হোক না অনেক বড় তারকা!
বিস্তারিত পড়ুন...