স্বাস্থ্য খাতে দুর্নীতি সহ্য করা হবে না: উপদেষ্টা নুরজাহান বেগম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির ব্যাপারে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর বিষয়ে উদ্যোগী হতে হবে। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
শপথ নেওয়ার পর স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আজ সকাল নয়টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব তাঁকে স্বাগত জানান। এরপর তিনি উপদেষ্টার জন্য (আগে মন্ত্রীর জন্য) নির্ধারিত কক্ষে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সভা শুরুর আগে বেশ কয়েকজন সাংবাদিক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি তাঁদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নুরজাহান বেগম স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে সভা করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। নুরজাহান বেগম কর্মকর্তাদের কথা মন দিয়ে শোনেন। তিনি কর্মকর্তাদের বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির ব্যাপারে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে। এ ছাড়া তিনি হাসপাতালগুলোতে সেবার মান, বিশেষ করে নার্সিং সেবার মান বাড়াতে বিশেষ মনোযোগী হতে বলেছেন।