বিশ্বব্যাংকের এক দিনের কান্ট্রি ডিরেক্টর স্কুলছাত্রী খুশি

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের সঙ্গে স্কুলছাত্রী খুশিছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে এক দিনের জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছে স্কুলছাত্রী খুশি। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার খুশি এ দায়িত্ব পালন করে। প্ল্যান ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের দায়িত্ব গ্রহণের পর কিশোরী খুশি বিশ্বব্যাংক বাংলাদেশ কার্যালয়ের বৈঠকে অংশ নেয়। আবদুলায়ে সেক তাঁর কার্যালয়ের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে খুশিকে পরিচয় করিয়ে দেন ও তাঁদের কাজ দেখান। খুশি বিশ্বব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে কর্মসূচি নিয়ে আলোচনা করে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস ও পরিচালক (ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইনস এবং কমিউনিকেশনস) নিশাত সুলতানা এই টেকওভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস (১১ অক্টোবর) উদ্‌যাপনের অংশ হিসেবে কন্যাশিশুদের পর্যাপ্ত সুযোগ তৈরির লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল কিশোরীদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের এ ধরনের বেশ কয়েকটি আয়োজন করেছে।

জাতিসংঘ ঘোষিত এবারের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘গার্লস ভিশন ফর দ্য ফিউচার’। এবারের প্রতিপাদ্যে কন্যাশিশুদের ক্ষমতায়ন, তাদের কণ্ঠস্বর জোরালো করা এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে তাদের নিজস্ব কৌশল ও নীতিনির্ধারণের জন্য ভূমিকা পালন করার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্ল্যান ইন্টারন্যাশনাল কিশোরীদের নিয়ে এ আয়োজন করছে।

এক দিনের জন্য বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করা খুশি বলে, মেয়েদের অধিকার এবং শিক্ষার বিষয়ে সচেতনতা ছেলে–মেয়েনির্বিশেষে পুরো সমাজের মধ্যে জাগ্রত করা উচিত। বড় ধরনের পরিবর্তন আনতে এবং সমাজে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে শিশু, কিশোরী ও যুব নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নতুন পথ খুঁজে বের করতে চায় সে।

আবদুলায়ে সেক বলেন, ‘খুশি একজন অসাধারণ তরুণ নেত্রী। সে তার কমিউনিটিতে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ে প্রতিরোধ এবং জেন্ডার সমতাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। এ জন্য আমি তার প্রশংসা করি। তার এসব কাজ বিশ্বব্যাংকের লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। কারণ, বিশ্বব্যাংক নারীর ক্ষমতায়ন ও এ নিয়ে পরিবর্তন আনতে কাজ করে।’