ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। জুলাই–আগস্টে গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিও জনগণকে তৎকালীন সরকারের বিরুদ্ধে বিপ্লবে উজ্জীবিত করে তুলেছিল। দেশব্যাপী অনেকেই এই আন্দোলনের সময়ের নানা মুহূর্তের ছবি তুলেছেন, করেছেন ভিডিও।
আগামী ৪ নভেম্বর প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্যামেরায় বিদ্রোহ’ শিরোনামে বিশেষ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে গণ-অভ্যুত্থানের ছবি ও ভিডিওগুলোকে বিশ্বের কোটি মানুষের সামনে তুলে ধরা হবে। পাঠক–দর্শকেরা নিজের মোবাইল বা ক্যামেরায় তোলা ছবি এবং ধারণ করা ভিডিও পাঠিয়ে জিতে নিতে পারবেন পুরস্কার। বিচারকদের রায়ে সেরা তিন ছবি এবং সেরা তিন ভিডিওর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া আরও ১৪ জন পাবেন বিশেষ পুরস্কার। পাশাপাশি বাছাইকৃত ছবি ও ভিডিও প্রকাশিত হবে প্রথম আলোতে, গড়ে তোলা হবে সমৃদ্ধ আর্কাইভ।
ছবি ও ভিডিও পাঠানোর নিয়ম ও শর্ত—
১. ছবি ও ভিডিও হতে হবে জুলাই–আগস্টে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থান চলার সময়ের।
২. অংশগ্রহণকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৩. জমাকৃত ছবি/ভিডিও হতে হবে অংশগ্রহণকারীর নিজের মোবাইল/ক্যামেরায় তোলা। ছবি/ভিডিও সংগৃহীত হলে অবশ্যই সেটির উৎস (সোর্স) উল্লেখ করতে হবে। সম্মতি ছাড়া অন্য কারও বা সংগৃহীত ছবি/ভিডিও জমা দিলে এবং তা প্রমাণিত হলে তা বাতিল বলে গণ্য হবে।
৪. ছবি/ভিডিও জমাদানকারীর নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৫. দর্শক/পাঠককে মানসিকভাবে আঘাত করে এমন কোনো রক্তাক্ত/নৃশংস বা প্রচার–অযোগ্য ছবি/ভিডিও গ্রহণযোগ্য হবে না।
৬. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো অথবা সম্পাদনাকৃত কোনো ছবি/ভিডিও গ্রহণযোগ্য নয়।
৭. জমাকৃত ছবি/ভিডিওটির ধারণের স্থান ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। সঙ্গে অনধিক ৫০ শব্দে ছবি/ভিডিওর প্রেক্ষাপট লিখে দিতে হবে।
৮. এই লিংকে (services.prothomalo.com/contest) ক্লিক করে সংশ্লিষ্ট ফরম পূরণের মাধ্যমে ছবি/ভিডিও জমা দিতে হবে।
৯. ছবি/ভিডিও পাঠাতে হবে ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার রাত ১২টার মধ্যে।
১০. জমাকৃত ছবি/ভিডিও ভবিষ্যতে বিভিন্ন প্রদর্শনী ও প্রচারণার কাজসহ অব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে।
১১. আয়োজনসংক্রান্ত সব বিষয়ে প্রথম আলো কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
ছবি/ভিডিও পাঠানো যাবে দুভাবে—
আন্দোলন চলাকালে আপনার ফেসবুক প্রোফাইলে যে ছবি/ভিডিও পোস্ট করেছিলেন, সেটি ‘পাবলিক’ করে লিংক জমা দিতে হবে।
সোশ্যাল মিডিয়ায় অপ্রকাশিত ছবি/ভিডিও গুগল ড্রাইভে আপলোড করে লিংকটির ‘General Access’ অপশনে গিয়ে ‘Anyone with the link’ সিলেক্ট করে জমা দিতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: services.prothomalo.com/contest