বন্যাকবলিত এলাকা থেকে ২৩০০ জনকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার, চিকিৎসাসেবা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে সশস্ত্র বাহিনী। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ২ হাজার ৩০০ জনকে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৩৯৪ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সাতটি অস্থায়ী চিকিৎসা দলের মাধ্যমে ৮৬৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইএসপিআর বলছে, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও র‌্যাবের হেলিকপ্টারের মাধ্যমে ৪ হাজার ৪৮২ প্যাকেট খাদ্যসামগ্রী দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ১৯ জনকে এবং বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যাকবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর ১১টি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর পাঁচটি, বিমানবাহিনীর সাতটি, র‌্যাবের দুটি ও বিজিবির একটি হেলিকপ্টার ইউনিট মোতায়েন করা হয়েছে।

এদিকে আজ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেনীর দাগনভূঞায় বন্যাকবলিত ৫৫০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।