সময় টেলিভিশনের সম্প্রচার বিষয়ে আদেশ ২৭ আগস্ট

সুপ্রিম কোর্টফাইল ছবি

বেসরকারি সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর আদেশের জন্য ২৭ আগস্ট তারিখ নির্ধারণ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার এ তারিখ ঠিক করেন।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৯ আগস্ট হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যানের প্রতি নির্দেশ দেওয়া হয়।

সময় টেলিভিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচার নিশ্চিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান এই রিট করেন।

গণমাধ্যমের খবর অনুসারে, ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয়।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ২১ আগস্ট আহমেদ জোবায়ের আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন, যা আপিল বিভাগের চেম্বার আদালতে ২১ আগস্ট শুনানির জন্য ওঠে। আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৫ আগস্ট তারিখ নির্ধারণ করেন চেম্বার আদালত। সে অনুযায়ী আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়।

আদালতে শম্পা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান ও মজিবুল হক ভূঁইয়া। আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

পরে আইনজীবী ফারজানা খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আহমেদ জোবায়েরের করা আবেদনের ওপর আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত ২৭ আগস্ট আদেশের তারিখ নির্ধারণ করেছেন।