শান্ত ও সংযত থাকার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক–প্রধান জোসেপ বোরেল বলেছেন, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের উত্তরণ নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। আজ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথাগুলো বলেন তিনি।

ইইউর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার পর শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছে ইইউ। মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের উত্তরণ নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ।

জোসেপ বোরেল বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোয় বিক্ষোভ চলাকালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় ইইউ শোকাহত। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়া ও সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হবে মর্মে জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া আশ্বাসের প্রতি আমরা লক্ষ রাখব। মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বিচার যাঁদের আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশের জনগণের নিবেদিত অংশীদার হিসেবে ইইউ বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’