২৭৮টি জায়গায় হিন্দুদের ওপর হামলা, হুমকি: হিন্দু মহাজোট
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৪৮টি জেলার ২৭৮টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে ও হুমকি এসেছে। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এমন তথ্য তুলে ধরেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে। এ সময় তিনি সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত করা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন, সরকারি খরচে বসতবাড়ি ও মন্দির পুনঃস্থাপন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের শাস্তি নিশ্চিত করা ও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন প্রকাশ করা, দুর্গাপূজায় ৩ দিন ছুটি দেওয়া এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা।