ঢাকায় মণ্ডপে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ও সাতক্ষীরায় মন্দিরে মুকুট চুরিতে ভারতের উদ্বেগ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালফাইল ছবি: এএনআই

ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ও সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরের প্রতিমার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে উৎসবের শুভলগ্নে হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে এই অনুরোধ জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই বিবৃতি প্রচার করেছেন।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরের চুরির ঘটনা লক্ষ করেছি। এসব ঘটনা নিন্দনীয়। এই ঘটনাগুলো মন্দির এবং দেবতাদের পবিত্রতা ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত প্রবণতা, যা আমরা কয়েক দিন ধরে লক্ষ করছি।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা উৎসবের শুভক্ষণে হিন্দু এবং সব সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, পূজামণ্ডপের পাশের একটি গলি থেকে কয়েকজন যুবক পূজার মঞ্চ লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারেন। স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের ধরতে গেলে তাঁরা ছুরিকাঘাত করেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কোতোয়ালি থানা সূত্র জানায়, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

এদিকে গত বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি চুরি হয়। ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই মন্দির পরিদর্শনে গিয়ে কালীপ্রতিমার মাথায় স্বর্ণের মুকুটটি পরিয়ে দিয়েছিলেন।