সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দুর্নীতিতে জড়িতদের কোনো সহানুভূতি দেখানো হবে না: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন
ছবি: সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে কোনো সহানুভূতি দেখানো হবে না এবং দেখানো হচ্ছেও না। এটি গুরুত্ব দিয়ে অনুসরণ করা হচ্ছে।বিস্তারিত পড়ুন...

‘আমার সঙ্গে সম্পর্ক ছিল, তাই বলে দলবল নিয়ে ধর্ষণ করবে, কল্পনাও করিনি’

ধর্ষণ
প্রতীকী ছবি

‘আমার সঙ্গে সম্পর্ক ছিল, সে সম্পর্ক শেষও হয়েছে। তাই বলে দলবল নিয়ে ধর্ষণ করবে, কল্পনাও করিনি। হাতে-পায়ে ধরে কান্নাকাটি করেও মাফ পাইনি।’ কথাগুলো বলছিলেন দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী। ২৮ জুন রাতে রাজধানীর খিলক্ষেতের বনরূপা এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি। বিস্তারিত পড়ুন...

নতুন পেনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা ‘কমবে’

পেনশন
প্রতীকী ছবি

নতুন পেনশন–ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা ‘কমবে’। শিক্ষকেরা তাই নতুন ব্যবস্থাটি প্রত্যাহারের দাবি করছেন। এ দাবিতে সোমবার থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

উঁচু পদে সেই সব বড় মানুষ, এই সব খাটো মানুষ

একসময় উঁচু পদে বড় মাপের মানুষেরা আসীন হতেন। তাঁদের দৈহিক গঠন যা-ই হোক না কেন, বিবেক-বিবেচনায়, চিন্তায়-মননে, দেশপ্রেমে ও দক্ষতায় তাঁরা ছিলেন বড় মাপের মানুষ। ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন হয়েছে। ‘খাটো’ মানুষেরাই এখন উঁচু পদে আসীন হচ্ছেন। এখন উঁচু পদে বড় মাপের মানুষ পাওয়াই দায়। বিস্তারিত পড়ুন...

‘অবসর নিতে চাইনি, কিন্তু...’, ভারতের সাংবাদিকদের রোহিত

আহ্‌, কী শান্তি! ফাইনাল জয়ের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা

অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ জিতে কীভাবে উদ্‌যাপন করবেন, সেটা নাকি বুঝে উঠতে পারছিলেন না রোহিত শর্মা। শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে গিয়ে রোহিত বলেছিলেন সেটাই। বার্বাডোজের সেই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণাও দেন ভারতের অধিনায়ক। বিস্তারিত পড়ুন...