বিএমএর ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) তাঁকে সপ্তম সেনাপ্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্তকরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। চট্টগ্রাম, ১১ নভেম্বর
ছবি: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সপ্তম সেনাপ্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেম’–এ অন্তর্ভুক্ত হন। এ সময় সেনাবাহিনী প্রধানের সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করে কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২৩ জুন দেশের ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সপ্তম সেনাপ্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেম’–এ অন্তর্ভুক্ত হন। চট্টগ্রাম, ১১ নভেম্বর
ছবি: আইএসপিআর

আজকের অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন; অ্যাডজুট্যান্ট জেনারেল; কমান্ড্যান্ট, বিএমএ; সামরিক সচিবসহ সেনা সদর, চট্টগ্রাম সেনানিবাস এবং বিএমএর ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবির সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।