এবার সরিয়ে দেওয়া হলো ওয়াসায় অনিয়ম নিয়ে সোচ্চার ডিএমডিকে
ঢাকা ওয়াসার অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ গোলাম ইয়াজদানি। বিষয়টি ভালোভাবে নেননি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ডিএমডিকে সরানোর উদ্যোগ নেন তাকসিম। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই গতকাল বুধবার অব্যাহতি দেওয়া হয়েছে ডিএমডি ইয়াজদানিকে।
ঢাকা ওয়াসা বোর্ড সূত্র জানায়, গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে অনুষ্ঠিত বোর্ডের ৩০৫তম সভায় ডিএমডি (মানবসম্পদ ও প্রশাসন) গোলাম ইয়াজদানিকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা ওয়াসার বোর্ড সদস্য ও বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণে ডিএমডির সঙ্গে ওয়াসার এমডি তাকসিম এ খানের সঙ্গে বনিবনা হচ্ছিল না। ওয়াসার মানবসম্পদ ও প্রশাসন বিভাগটি গুরুত্বপূর্ণ হওয়ায় এই দূরত্বে ওয়াসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই সিদ্ধান্তে আসা দরকার ছিল। ডিএমডির অব্যাহতির বিষয়ে কয়েকজন বোর্ড সদস্যের আপত্তি ছিল। পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি চেয়ারম্যানের টেবিলে দেওয়া হয়।
ওয়াসা সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ডিএমডির সঙ্গে ওয়াসার এমডি তাকসিম এ খানের দূরত্ব তৈরি হয়। এমডির কিছু সিদ্ধান্তের বিষয়ে বাধা হয়ে দাঁড়ান ইয়াজদানি। ওয়াসার কিছু অনিয়মের বিষয়ে একাধিক গণমাধ্যমে বক্তব্য দেন তিনি।
ওয়াসা বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের ৩০৪তম সভার আলোচ্য সূচিতে ডিএমডি ইয়াজদানির অব্যাহতির প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। ওই সভায় বোর্ড সদস্যরা আপত্তি দেন। তাঁরা বলেন, একজনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এরপর বুধবার বোর্ডের ৩০৫তম সভায় এমডি ও চেয়ারম্যান মিলে ডিএমডি ইয়াজদানিকে অব্যাহতির সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান সুজিত কুমার বালাকে ফোন করা হয়। তিনি রিসিভ করে ‘এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না’ বলে ফোন কেটে দেন। এ বিষয়ে গোলাম ইয়াজদানির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও কিছু বলতে চাননি। বলেন, ‘আমি কিছু বলতে চাই না। যাঁরা বোর্ডের সদস্য রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলেন। তাহলেই জানতে পারবেন।’
ওয়াসা সূত্রে জানা যায়, গোলাম মোহাম্মদ ইয়াজদানিকে ডিএমডি (মানবসম্পদ ও প্রশাসন) পদে ২০২২ সালের ১৬ মে নিয়োগ দেয় ওয়াসা বোর্ড। প্রচলিত রীতি অনুযায়ী একজন ডিএমডির মেয়াদ ৩ বছর। সে অনুযায়ী ২০২৫ সালের ১৫ মে পর্যন্ত তাঁর দায়িত্ব পালনের কথা। কিন্তু কিছু অসংগতির বিষয়ে আপত্তি দেওয়ায় ইয়াজদানি ওয়াসা প্রশাসনের বিরাগভাজন হন।
এর আগে গত ২১ মে ওয়াসা বোর্ড চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় গোলাম মোস্তফাকে। নতুন চেয়ারম্যান নিয়োগ পান ওয়াসা বোর্ডের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত কুমার বালা। এ ঘটনার পাঁচ দিন আগে ১৭ মে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন গোলাম মোস্তফা।
ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান সুজিত কুমার বালা ওয়াসার এমডি তাকসিম এ খানের আস্থাভাজন ও শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঢাকা ওয়াসা বোর্ডের ২৭৬তম সভায় এমডির বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ওই সভায় ওয়াসা বোর্ডের একাধিক সদস্য এমডির বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তবে এমডির বেতন বাড়ানোর পক্ষে বলেছিলেন অধ্যাপক সুজিত কুমার বালা।