রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়কে পাহাড়ধসে বন্ধ যান চলাচল

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়কের কুকিমারা বিজিবি ক্যাম্পের পাশের সড়কে পাহাড় ধসের মাটি সরানোর কাজ চলছে। আজ দুপুর একটায়ছবি: প্রথম আলো

টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসে ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। আজ রোববার সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতের কোনো এক সময় ঘাগড়া-কাপ্তাই সড়কের কুকিমারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প ঘেঁষে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের মাটিতে চাপা পড়ে সড়কটি। এর পর থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ধসের ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

আজ সকাল ছয়টার দিকে পাহাড়ধসের ঘটনা বিষয়টি জানতে পারে সড়ক ও জনপথ বিভাগ। খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সচল করতে কাজ শুরু করে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধসে পড়া সড়ক থেকে মাটি সরানোর কাজ চলছিল। সড়ক সচল করতে বিকেল পর্যন্ত সময় লাগবে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা প্রথম আলোকে বলেন, ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় অবস্থিত সড়কটি পাহাড়ধসে চাপা পড়ে। আজ সকাল থেকে সড়কটি সচল করতে কাজ করছেন সড়ক ও জনপথ বিভাগের লোকজন।