প্রত্যয় স্কিম বাতিল দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আন্দোলন অব্যাহত
নতুন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’ প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ও দাপ্তরিক দায়িত্ব পালন না করে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ রোববার শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
সেখানে শিক্ষকেরা বলেন, ‘আমরা শিক্ষক। আমরা বই, খাতা-কলম, গবেষণা নিয়ে থাকতে চাই। শ্রেণিকক্ষ আমাদের ঠিকানা। আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান বলেন, ‘জ্ঞান সৃষ্টি ও বিতরণ করাই আমাদের মূল কাজ। শিক্ষার্থীরাই আমাদের প্রাণ। শ্রেণিকক্ষ ও গবেষণাগারই আমাদের ঠিকানা। আমরা ছাত্রছাত্রীদের মাঝে ফিরে যেতে চাই। শিক্ষকদের মানমর্যাদা রক্ষা, দেশের উচ্চশিক্ষাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার চাই।’
এ দিনের কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা অংশ নেন। পাশেই নতুন ভবনের সামনে অস্থায়ী প্যান্ডেল করে কর্মকর্তা ও কর্মচারীরাও অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁরাও পেনশন কর্মসূচি প্রত্যয় প্রত্যাহারের দাবি জানান এবং দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েটসহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যয় বাতিলসহ মোটাদাগে তিন দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ আন্দোলনে শরিক হয়েছেন এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।