মাগুরার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
আওয়ামী লীগ নেতা ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তাঁর স্ত্রী সীমা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুদক তাদের আবেদনে জানায়, সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ অবস্থায় সাইফুজ্জামান শিখর ও তাঁর স্ত্রী সীমা রহমান যেকোনো সময় দেশ ছাড়তে পারেন। আদালত শুনানি নিয়ে পরে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। তাঁর বাবা মোহাম্মদ আসাদুজ্জামান সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় ওই সরকারের বেশ কিছু সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।