টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন তিন সাংবাদিক ও তালাশ টিম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ‘দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৪’ তুলে দেওয়া হয়। ঢাকা, ৫ ডিসেম্বরছবি: প্রথম আলো

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পুরস্কার পেলেন তিন সাংবাদিক ও তালাশ টিম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ‘দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৪’ তুলে দেওয়া হয়।

জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জায়মা ইসলাম। ডেইলি স্টারের ‘আলমস আলাদিনস ল্যাম্প’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

টেলিভিশন বিভাগে (প্রতিবেদন) বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আল-আমিন হক। যমুনা টেলিভিশনে ‘অনিয়মের খনি সুবিধাবঞ্চিত নারীদের আইজিএ প্রকল্প’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।

টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে বিজয়ী হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ‘তালাশ’। ‘গরিবের চাল-আটা খায় ডিলার ও কর্মকর্তায়’ শিরোনামে প্রচারিত প্রামাণ্য অনুষ্ঠানের জন্য তালাশ টিম এ বছর এই পুরস্কার পায়।

আঞ্চলিক সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের একুশে পত্রিকা ডটকমের প্রধান প্রতিবেদক শরীফুল ইসলাম। ‘চিকিৎসাসেবকদের লোভের বলি রোগী’ শিরোনামে প্রকাশিত ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

বিজয়ী প্রত্যেক সাংবাদিক ও তালাশ টিমকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও দেড় লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।

২০২৪ সালে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য ৫৯টি প্রতিবেদন জমা হয়। এর মধ্যে আঞ্চলিক সংবাদপত্র বিভাগে ৭টি, জাতীয় সংবাদপত্র বিভাগে ৩৪টি, টেলিভিশন বিভাগে ৮টি এবং প্রামাণ্য অনুষ্ঠান বিভাগে ১০টি প্রতিবেদন জমা পড়ে।