হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিন দিনের রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

আরেকটি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান।

এ ছাড়া পৃথক পৃথক হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা পোশাকশ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পৃথক ১১টি মামলায় তাঁর এখন পর্যন্ত ৫৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

এ ছাড়া উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আমির হোসেন হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তেজগাঁও থানায় দায়ের করা রমিজ উদ্দিন হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২৬ আগস্ট গ্রেপ্তার হন হাসানুল হক ইনু। ৬ নভেম্বর গ্রেপ্তার হন আমির হোসেন আমু। আর গত ১ অক্টোবর গ্রেপ্তার হন জাহাঙ্গীর আলম। অন্যদিকে গত ১৬ আগস্ট গ্রেপ্তার হন জিয়াউল আহসান।