ধর্মান্তরকরণের প্রচার চালানো হচ্ছে, অভিযোগ তুলে হিন্দু মহাজোটের মানববন্ধন
কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ‘ধর্মান্তরকরণের মিশনে’ নেমেছে বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটি বলছে, এসব সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দুদের ধর্মান্তকরণ করতে পুরস্কার ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ খুলে এ–সংক্রান্ত প্রচার চালানো হচ্ছে। নিজেদের কর্মীদের শিখিয়ে দেওয়া হচ্ছে ধর্মান্তরিত করার কলাকৌশলও।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জাতীয় হিন্দু মহাজোটের নেতারা এমন অভিযোগ করেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিলও করেন। কর্মসূচি শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায়।
কোনো কোনো সংগঠন দাওয়াতের নামে এক বছরের কোর্স বিজ্ঞপ্তি প্রচার করে বিভিন্ন কৌশলে ধর্মান্তরিত করছে বলেও অভিযোগ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তাতে বলা হয়েছে, ধর্মান্তকরণের পরিকল্পনার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ, ধর্ম ও সংবিধানও এটি সমর্থন করে না।
এসব কারণে সংখ্যালঘুদের মনে আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর হতে মানববন্ধন থেকে দাবি জানানো হয়।