নোয়াখালীতে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ও মেয়েকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চর এলাহী ইউনিয়নের চর এলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাজিব ওরফে রাজু (৩০) ও একই ইউনিয়নের চরবালুয়া গ্রামের নুরনবীর ছেলে মো. রাসেদ (৩৫)। এ নিয়ে এ ঘটনায় চারজন আসামিকে গ্রেপ্তার করা হলো। তবে এখনো ধরা পড়েননি মামলার প্রধান আসামি চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিনের ছেলে মো. ইব্রাহিমসহ দুই আসামি।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।
মামলার এজাহারের বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্টগ্রামে থাকেন। তিনি পেশায় কাভার্ড ভ্যানচালক। ওই নারী উপজেলার চর এলাহী ইউনিয়নের একটি দুর্গম চরে নিজ বাড়িতে মেয়েকে নিয়ে একা থাকতেন। সঙ্গে থাকতেন তাঁর এক দেবর। তাঁদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। ২১ অক্টোবর দিবাগত রাতে চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিনের ছেলে যুবদল কর্মী মো. ইব্রাহিমসহ ছয়জন যুবক তাঁদের বাড়িতে হানা দেন। তাঁরা মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে পৃথক স্থানে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। যাওয়ার সময় ঘর থেকে তাঁরা টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দেন। পরে ২৭ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরদিন নির্যাতিত নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।
নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।