নাশকতা কিংবা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নাশকতা কিংবা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা দিয়েছে। ২৯টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে। সারা দেশে উত্সব শুরু হয়ে গেছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এ সভায় নিরাপত্তাবিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।
‘নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস’ উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, তারা দেশকে ভালোবাসে। কাজেই তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা হয়নি।