এবার দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা বাড়ছে
শারদীয় দুর্গোৎসবে এ বছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। গত বছর সারা দেশে পূজামণ্ডপ ছিল ৩২ হাজার ১৬৮টি। এ বছর এ পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে, তাতে পূজামণ্ডপ হবে ৩২ হাজার ৪০৭টি।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ সময় দুর্গোৎসবে নিরাপত্তামূলক প্রস্তুতির তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও আনসার থাকবে। এ ছাড়া যেখানে পূজা হবে, সেখানে প্রয়োজনীয়সংখ্যক স্বেচ্ছাসেবক রাখতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা মিলে নিরাপত্তার বিষয়ে কাজ করবে। জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষকেও বিশেষভাবে বলে দেওয়া হয়েছে। পূজামণ্ডপে সিসি ক্যামেরা থাকবে। এবার ইন্টারনেট প্রটোকল (আইপি) ক্যামেরা যুক্ত করতে বলা হয়েছে। ক্যামেরাগুলো থানার সঙ্গে সংযোগ থাকবে। এ ছাড়া উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারিতে থাকবে, যাতে কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে যেতে পারে। আর পুলিশ সদর দপ্তর মহানগর পুলিশ, জেলা ও উপজেলায় পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে যাতে গুজব ছড়াতে না পারে, সে জন্য বিশেষ নজরদারি নিতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এবার ডেঙ্গুর প্রকোপ থাকায় কোথাও যেন পানি জমে না থাকে এবং পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২১ থেকে ২৪ অক্টোবর শারদীয় দুর্গোৎসব হওয়ার কথা রয়েছে।