আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেন।
মাসুদ আলম বলেন, শাহিদুলকে গতকাল বুধবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকার শাহবাগ থানায় এনে রাখা হয়। আজ সকালে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ প্রথম আলোকে বলেন, শাহিদুলের বর্তমান কর্মস্থল ছিল কক্সবাজার। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে লাশ পোড়ানোসহ কয়েকটি মামলায় রয়েছে আশুলিয়া ও সাভার থানায়।
গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনা ঘটে।
শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র-জনতার অভ্যুত্থানে এদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়।