দেশে সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়ছবি: সংগৃহীত

দেশে প্রতি পাঁচজনের মধ্যে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। দেশে সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন। আজ বৃহস্পতিবার বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে ফ্যাটি লিভার–বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা জানানো হয়।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ এন্ডোক্রাইনোলজি সোসাইটি।

সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভিন্ন দুটি মেডিকেল বিষয়বস্তুর ওপর বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক মামুন আল মাহতাব ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এম সাইফুদ্দিন।

আয়োজনে বক্তারা বলেন, বিশ্বজুড়ে প্রায় সাড়ে ১১ কোটি মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা দাঁড়াতে পারে ৩৫ কোটিতে।

বাংলাদেশে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন এবং এর মধ্যে প্রায় এক কোটি মানুষের সিরোসিস বা লিভার ক্যানসার হওয়ার ঝুঁকি আছে।
বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হাঁটার অভ্যাস, জীবনযাত্রার ধরন পরিবর্তন ও ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধ করা যায়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার সলিমুর রহমান, অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান, ডা. এম এ সামাদ ও অধ্যাপক ডা. ফারুক আহমেদ। বিশেষজ্ঞ হিসেবে ছিলেন অধ্যাপক ফিরোজ আমিন, অধ্যাপক এ এইচ এম আখতারুজ্জামান ও ডা. নাজমুল কবির কুরেশি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ টি এম জাবেদ হাসান ও চিকিৎসক মোহাম্মদ সায়াদুল্লাহ। দেশের চিকিৎসাবিজ্ঞানে জ্ঞানচর্চা ও ফ্যাটি লিভারের ওষুধ নিয়ে সঙ্গে থাকতে পারায় অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করেন এসকেএফের জেনারেল ম্যানেজার (সেলস) গোলাম হায়দার।