ডুডল এঁকে জয়ী মনজুরের হাতে পুরস্কার হস্তান্তর

মনজুর রহমানের নকশা করা ডুডলে প্রকাশিত পত্রিকা তাঁর হাতে তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ সময় তাঁকে পুরস্কৃতও করা হয়। ঢাকা, ৪ নভেম্বর
ছবি: প্রথম আলো

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডুডল প্রতিযোগিতায় বিজয়ী মনজুর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা। তাঁর নকশাকৃত ডুডলে সেজেছে ৪ নভেম্বরের প্রথম আলো পত্রিকা এবং প্রথম আলো ডটকমের লোগো।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে সম্পাদক মতিউর রহমান বিজয়ী মনজুর রহমানের হাতে পুরস্কারের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন, চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ ও কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মনজুর রহমান বলেন, ‘এটা আমার কোনো অনলাইন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ। আমার আঁকা ডুডলে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম আলো সেজেছে—এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর খ্যাতিমান সম্পাদক মতিউর রহমান স্যারের হাত থেকে পুরস্কার নিতে পেরে গর্ববোধ করছি। তাঁর প্রশংসা পেয়ে আমি অভিভূত। এ স্বীকৃতি ভবিষ্যতে শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ারকে আরও এগিয়ে নিতে আমাকে অনুপ্রাণিত করবে।’

মনজুর রহমানের নকশাকৃত ডুডলে আজ সেজেছে প্রথম আলো পত্রিকা এবং প্রথম আলো ডটকমের লোগো

মনজুর রহমানের বেড়ে ওঠা ঢাকার সাভারে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে স্নাতকোত্তর করেন। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে ডিজিটাল আর্টিস্ট হিসেবে কর্মরত তিনি।

উল্লেখ্য, পাঠকদের জন্য প্রথম আলোর লোগো নিয়ে ডুডল আঁকা প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৭৭৩টি ডুডল জমা পড়ে। সেখান থেকে সেরা ডুডল হিসেবে বিচারকদের রায়ে সেরা হয় মনজুর রহমানের আঁকা ডুডলটি।

আরও পড়ুন