চট্টগ্রামে শিবিরের নতুন তিন কমিটি ঘোষণা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ শাখার এক বছর মেয়াদি নতুন কমিটি গঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর উত্তরে তানজির হোসেন সভাপতি ও মুমিনুল হক সেক্রেটারি এবং মহানগর দক্ষিণে ইব্রাহিম হোসেন সভাপতি ও মাইমুনুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। আজ রোববার রাতে দুই শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ বিকেলে নগরের চন্দনপুরা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মহানগর দক্ষিণের সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ইব্রাহিম হোসেনকে সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতি মাইমুনুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।
একই দিন নগরের চকবাজার এলাকায় চট্টগ্রাম মহানগর উত্তরের আর ইসরা ভবনের কার্যালয়ের সদস্যদের ভোটের ভিত্তিতে তানজির হোসেন শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে অন্য সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করেন।
ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি তানজির হোসেন প্রথম আলোকে বলেন, ‘জুলাই স্পিরিটকে (চেতনা) ধরে রেখে আমরা ছাত্রদের সঙ্গে একাত্ম হয়ে এগিয়ে যাব। ছাত্রদের অধিকার আদায়ে আমরা নৈতিক জায়গা থেকে, পাশাপাশি সশরীরে তাঁদের সঙ্গে থাকব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নগরের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনটির সদস্যদের ভোটে মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোহাম্মদ ইব্রাহিম সভাপতি নির্বাচিত হয়েছেন আর ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলী সেক্রেটারি মনোনীত হয়েছেন।
আজ সন্ধ্যায় সংগঠনটির প্রচার সম্পাদক সাঈদ বিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম এর আগে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও মোহাম্মদ আলী বায়তুল মাল সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া মোহাম্মদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পদেও ছিলেন।
দীর্ঘ ১০ বছর পর গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের পরিচয় প্রকাশ হয়েছিল। এরপর ২১ অক্টোবর প্রকাশ্যে আসেন প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব। পরে ২০ নভেম্বর ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি সামনে আসে।