পদ্মা সেতু দিয়ে চলাচলের জন্য আনা হলো আরও ১৫ কোচ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহারের জন্য আরও ১৫টি ব্রডগেজ কোচ শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর রেললাইন দিয়ে চলাচলের জন্য আরও ১৫টি ব্রডগেজ কোচ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। কোচগুলো এসেছে চীন থেকে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮০টি কোচ দেশে এসেছে।

গতকাল শুক্রবার রাতে ১৫টি কোচ নিয়ে বন্দরে পৌঁছায় জাহাজ। রাতেই জাহাজ থেকে পাঁচটি কোচ নামানো হয়। আজ শনিবার রাতের মধ্যে বাকিগুলো নামানোর কথা রয়েছে।

এর আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহারের জন্য ৬৫টি কোচ আনা হয়েছিল। পরবর্তী ধাপে আরও ২০টি কোচ আনা হবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

পদ্মা সেতুর রেলওয়ের প্রকল্প পরিচালক ফকির মোহাম্মদ মহিউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মোট ১০০টি কোচ রয়েছে। এর মধ্যে ৮০টি চলে এসেছে। নতুন আসা কোচগুলো চট্টগ্রাম নগরের হালিশহরে রেলওয়ের চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) রাখা হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কোচগুলো বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম থেকে প্রথমে টঙ্গী এবং পরে সৈয়দপুরে কারখানায় নিয়ে যাওয়া হবে। ব্রডগেজ কোচগুলো পরিবহন করা হবে মিটারগেজ বগির মাধ্যমে। এ জন্য বহনকারী বগিগুলো সংস্কার করা হয়েছে।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। যান চলাচল শুরু হয় পরদিন ২৬ জুন। শুরুতে যানবাহনের সঙ্গে একই দিনে রেল চালুর পরিকল্পনা ছিল সরকারের। তবে রেললাইন বসানোসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ এখনো পিছিয়ে আছে।

আরও পড়ুন

রেল কর্তৃপক্ষ বলছে, আগামী জুনে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে। প্রকল্প নেওয়া হয়েছিল ২০১৬ সালে। এই প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা।

আরও পড়ুন