কক্সবাজারে অনুষ্ঠিত হলো প্লাস্টিক আপসাইক্লিং মেলা ‘ওয়েস্ট টু ওয়ান্ডার’
ব্র্যাকের ‘প্লিজ’ প্রজেক্টের উদ্যোগে পর্যটননগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো প্লাস্টিক আপসাইক্লিং মেলা ‘ওয়েস্ট টু ওয়ান্ডার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এই মেলা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্ভাবন, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগকে একত্র করে স্থানীয় জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
কক্সবাজার পৌরসভার ৭০ জন যুব অংশগ্রহণকারীর (২৭ জন নারী এবং ৪৩ জন পুরুষ) ফেলনা প্লাস্টিক দিয়ে বানানো দারুণ সব পণ্য মেলাটিকে আকর্ষণীয় করে তোলে। ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর তরুণ চেঞ্জমেকাররা প্লাস্টিক আপসাইক্লিংয়ের সম্ভাবনা তুলে ধরে জলবায়ু কার্যক্রম এবং পরিবেশবান্ধব জীবনযাপনে স্থানীয় সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেন।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথিরা টেকসই উন্নয়নে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বৈশ্বিক প্লাস্টিক সংকট মোকাবিলায় তাদের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে কথা বলেন। মেলায় ১৫টি স্টলে কক্সবাজার পৌরসভা এবং এফডিএমএন সম্প্রদায়ের তরুণদের ফেলনা প্লাস্টিক দিয়ে তৈরি পণ্য প্রদর্শিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, একই সংস্থার আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) হেড ইমামুল আজম শাহী, কক্সবাজার পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, একই পৌরসভার সোশ্যাল ডেভলপমেন্ট অফিসার শামীম আকতার ও অন্য কর্মকর্তারা।
একটি বিশেষ আকর্ষণ ছিল থিয়েটার ফর ডেভেলপমেন্টের (টিএফডি) পটগান, যা প্লাস্টিক বর্জ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী বার্তা এবং বাস্তবসম্মত সমাধান নিয়ে উপস্থিত দর্শকদের অনুপ্রাণিত করেছে।
ব্র্যাক ‘প্লিজ’ প্রজেক্ট কক্সবাজারে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার একটি উদ্যোগ, যা পরিবেশবিষয়ক সংস্থা এসএসিইপি, ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘের প্রকিউরমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টবিষয়ক সংস্থা ইউএনওপিএসের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।