বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভা আগামীকাল
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সামনে রেখে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভার আয়োজন করেছে সম্পাদক পরিষদ। এ দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।
সম্পাদক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)’ একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এ ছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত ও সংকুচিত করতে পারে এমন নতুন আইন কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। যদিও মুক্তবুদ্ধি চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার বিকল্প নেই।
প্রতিবছর ৩ মে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকা শক্তি’।
দিবসটি উপলক্ষে আগামীকাল সম্পাদক পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিত থাকার কথা রয়েছে।