রমজান মাস প্রায় মাঝামাঝি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের আমেজ। কেউ রমজানে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ইফতার উপভোগ করছেন; কেউ ঈদের লুকে, কেউ শপিংয়ে আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান সাজাচ্ছেন। তাঁদের আনন্দের মুহূর্তগুলো স্মৃতিময় করে রাখতে বিকাশ, টিকটক ও প্রথম আলোর উদ্যোগে চলছে বিশেষ ক্যাম্পেইন ‘আনন্দ আয়োজনে ঈদ মোমেন্ট, সঙ্গে বিকাশ’।
রমজান ও ঈদের প্রস্তুতিতে বাড়তি আনন্দ যুক্ত করতে টিকটক ও বিকাশ অ্যাকাউন্টধারী যে কেউ অংশ নিতে পারবেন এ আয়োজনে। ঈদের প্রস্তুতি, কেনাকাটা ও বেড়ানো নিয়ে আনন্দ-আয়োজনের ১ মিনিটের ভিডিও পোস্ট করতে হবে টিকটকে। ভিডিওতে বিকাশে পেমেন্ট মোমেন্ট থাকলেই জিতে নিতে পারবেন পুরস্কার, প্রতিদিন।
পোস্টে #bKashpayment #Ramadan #Eidmoments হ্যাশট্যাগগুলো থাকতে হবে।
বিচারকের রায় এবং ভিডিওর মোট ভিউজের ওপর ভিত্তি করে প্রতিদিন ৫ জন করে মোট ১০০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ২ হাজার টাকা করে উপহার। আর মেগা বিজয়ী দুজনের একজন পাবেন এয়ার টিকিট এবং অন্যজন পাবেন আকর্ষণীয় স্মার্টফোন। এ ছাড়া দেশজুড়ে বিকাশ পেমেন্টে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্টে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সাশ্রয়।
অংশগ্রহণের নিয়মাবলি
১. ১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিক এ আয়োজনে অংশ নিতে পারবেন।
২. অংশগ্রহণকারীর টিকটক ও বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে।
৩. রমজান ও ঈদের প্রস্তুতি, শপিং এবং বন্ধু ও পরিবারের সঙ্গে ঘোরাঘুরি—এ চার ক্যাটাগরির যেকোনো একটির ওপর বানাতে হবে ভিডিও।
৪. ভিডিওর ব্যাপ্তি হবে সর্বোচ্চ ১ মিনিট।
৫. ভিডিওটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব টিকটক অ্যাকাউন্টে পাবলিশ করতে হবে।
৬. টিকটকে আপলোডের সময় অবশ্যই #bKashpayment #Ramadan #Eidmoment ট্যাগ ইউজ করতে হবে।
৭. ভিডিও জমা দেওয়ার শেষ সময়: ৫ এপ্রিল ২০২৫, শনিবার রাত ১১টা ৫৯ মিনিট।
৮. প্রতিযোগিতা-সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
তাই আগ্রহীরা দেরি না করে রমজান ও ঈদের প্রস্তুতিতে বিকাশে লেনদেনের ১ মিনিটের ভিডিও টিকটকে দিন আর পুরস্কার জিতুন প্রতিদিন।
বিস্তারিত জানতে ভিজিট করুন ramadan-moments.com ওয়েবসাইটে।