প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরাবরের মতো এবারও বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের পুরস্কার দেওয়া হয়েছে। আজ শুক্রবার ছিল প্রতিষ্ঠানের রজতজয়ন্তী। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাসহ সারা দেশের কর্মীদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। আনন্দময় এই অনুষ্ঠানের একটি আকর্ষণীয় পর্ব ছিল সেরা কর্মী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী।
সেরা কর্মী পুরস্কার
এ বছর নতুন সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন সমন্বিত বার্তা বিভাগের সহসম্পাদক শেখ নিয়ামত উল্লাহ, রিপোর্টিং বিভাগের নিজস্ব প্রতিবেদক আহমদুল হাসান ও কয়রা সংবাদদাতা ইমতিয়াজ উদ্দিন। সেরা সহসম্পাদকের পুরস্কার পেয়েছেন সমন্বিত বার্তা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক লিপি রানী সাহা।
সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. সানাউল্লাহ সাকিব ও রিপোর্টিং বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান। সেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ।
সেরা প্রতিনিধির পুরস্কার পেয়েছেন ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক ওয়াশেকুল ইসলাম আজাদ। চট্টগ্রাম অফিসের সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব কুমার বল।
সেরা কর্মীর (ব্যবসা) পুরস্কার পেয়েছেন বিজ্ঞাপন সেলস বিভাগের উপব্যবস্থাপক নর্মদা দাশ, ডিজিটাল বিজনেস বিভাগের সহকারী ব্যবস্থাপক বিজনেস ডেভেলপমেন্ট বিবর্ধন রায়।
আর্টস অ্যান্ড গ্রাফিকসের সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন আর্টস অ্যান্ড গ্রাফিকস বিভাগের স্পেশালিস্ট আরাফাত করিম।
সহযোগিতায় অনন্য হিসেবে পুরস্কার পেয়েছেন হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক রাজীব সাহা, ডিজিটাল টেকনোলজি তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র ম্যানেজার, কিউ এম আশফাক আলী, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবীর ও প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর।
এ বছর বিশেষ স্বীকৃতির পুরস্কার পেয়েছেন রিপোর্টিং বিভাগের বিশেষ প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন, কূটনৈতিক প্রতিবেদক মো. রাহীদ এজাজ, ডেপুটি হেড অব রিপোর্টিং (অনলাইন) রাজীব আহমেদ, সমন্বিত বার্তা বিভাগের সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা, ডিটিপি ইনচার্জ মলয় রঞ্জন বিশ্বাস। এ ছাড়া দলগতভাবে বিশেষ পুরস্কার পেয়েছে বর্ণিল ম্যাগাজিন দল ও নকশা। আর বিভাগ হিসেবে সেরা পুরস্কার পেয়েছে সম্পাদকীয় বিভাগ।
প্রতিযোগিতার পুরস্কার
রজতজয়ন্তী উপলক্ষে প্রথম আলোর কর্মীদের কাছ থেকে নতুন ভাবনা, কর্মীদের লেখা এবং প্রথম আলোকে কতটা জানি—এমন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নতুন আইডিয়া প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন সহকারী সম্পাদক শেখ সাবিহা আলম। দ্বিতীয় হয়েছেন গ্রন্থাগার ও অভিলেখ্যাগার বিভাগের জ্যেষ্ঠ ফটো আর্কিভিস্ট, মো. আবুল খায়ের, তৃতীয় পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক ফিচার বিভাগের মো. সাইফুল্লাহ ও সম্মানসূচক পুরস্কার পেয়েছেন হেড অব নিউ ইনিশিয়েটিভ মো. আব্দুল মুহাইমেন।
কর্মীদের লেখায় সাংবাদিকতা বিভাগ থেকে প্রথম পুরস্কার পেয়েছেন ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন ও তৃতীয় পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক মো. খলিলুর রহমান।
সাংবাদিকতার বাইরের বিভাগ থেকে যাঁরা লিখেছেন, তাঁদের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ টেলিফোন অপারেটর প্রবীর কুমার পাল, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন গ্রন্থাগার ও অভিলেখ্যাগার বিভাগের নিউজ আর্কিভিস্ট সাদিয়া শারমীন ঠাকুর এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবীর।
প্রথম আলোকে কতটা জানি-বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন প্রথম আলো ট্রাস্টের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. গোলাম রব্বানী, দ্বিতীয় হয়েছেন ওয়েব গ্রাফিকস, তথ্যপ্রযুক্তি বিভাগের উপব্যবস্থাপক মনোরঞ্জন সূত্রধর ও তৃতীয় হয়েছেন কিশোর আলোর সহকারী সম্পাদক মো. মহিতুল আলম।