সেন্ট মার্টিন চার মাস পর্যটকদের জন্য সীমিত থাকবে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনফাইল ছবি

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চার মাস পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে নভেম্বরে পর্যটকেরা যেতে পারলেও রাত্রিযাপন করতে পারবেন না। আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে যেতে পারবেন, থাকতেও পারবেন। তবে এ সময় দিনে ২ হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। আর ফেব্রুয়ারি মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এ সময় আরেক উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। ঢাকা, ২২ অক্টোবর
ছবি: পিআইডি

অপূর্ব জাহাঙ্গীর বলেন, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করা হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত সীমিত থাকবে। দ্বীপ পরিবেশবান্ধব করার জন্য এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।