শুভ সকাল। আজ ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে গণভবনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানান, মোট ১ হাজার ৫৫৩ প্রার্থী এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়েছেন। বিস্তারিত পড়ুন...
কনের শাড়ির রং সবুজ। এর সঙ্গে মিলিয়ে দশম শ্রেণিতে পড়ুয়া শাহবাজ আহমেদ (জিত) পাঞ্জাবির সঙ্গে ঝলমলে একটি সবুজ কোটি পরেছে। বিয়ের সাজে মেয়েকে বাবা যেমন হাত ধরে মঞ্চের দিকে নিয়ে যান, শাহবাজও তেমন কনের হাত ধরে হেঁটেছে। মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আগে বাবার যেসব ভূমিকা থাকে, তার সবই পালন করেছে শাহবাজ। বিস্তারিত পড়ুন...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকে পদে যোগ দিয়েছিলেন এক ছাত্রলীগ নেত্রী। কিন্তু শুরু থেকে তিনি অসুস্থতার কথা বলে ছুটি কাটিয়ে চলেছেন। এমনকি গত বছরের ১০ জুলাইয়ের পর থেকে তিনি আর এক দিনও বিদ্যালয়ে আসেননি। অথচ এ সময়ে তাঁর পরপর দেওয়া দুটি তিন মাস মেয়াদি ছুটির আবেদন মঞ্জুর করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর মাধ্যমে তিনি সরকারি চাকরিবিধিও লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। বিস্তারিত পড়ুন ...
হঠাৎ একটা ফোন। বলা হলো আমি যেন দ্রুত করোনা র্যাপিড টেস্ট করি, কাল (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ। রাত তখন নয়টা। ভাবি, এত রাতে কোথায় র্যাপিড টেস্ট করাব। সহকর্মীদের সহযোগিতায় দ্রুত রাতেই শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে টেস্ট করাই।
বিস্তারিত পড়ুন...