চট্টগ্রামে বেসরকারি ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের আমতল এলাকায় বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি শাখা কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাইফেলস ক্লাব ভবনে ইউসিবি জুবিলী রোড শাখা কার্যালয়ে সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তারা জানিয়েছে, আগুন পুরোপুরি নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।
রাত সাড়ে আটটার দিকে ইউসিবি জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ছুটির দিন হওয়ায় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মীর কাছে থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন তিনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। ভবনের নিচতলায় ব্যাংকের নামফলকের কাচগুলো ভেঙে গেছে। আগুনের কারণে আমতল মোড় ও নন্দনকানন মোড় থেকে রাইলফেলস ক্লাবমুখী সড়ক দুটিতে যান চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এখনো। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।