ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণসভাটি শনিবার হচ্ছে না: উপদেষ্টা নাহিদ

সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামছবি: প্রথম আলো

ছাত্র–জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে ১৪ সেপ্টেম্বরের স্মরণসভাটি হচ্ছে না। পরে নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নাহিদ জানান, এরই মধ্যে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। এর প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরে সেটাই গণমাধ্যম কমিশনে রূপ নেবে বলেও জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনে হতাহত ব্যক্তিদের বিষয়ে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ৭২৮ জন শহীদের তালিকা পেয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ হাজার ২৬৩ জন।