সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ অক্টোবর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ১৭

ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে দুর্ঘটনায় উল্টে যাওয়া যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৭ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার বেলা সোয়া তিনটার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

আগামী বছর সরকারি ছুটি ২২ দিন, তার মধ্যে শুক্রবার দুই দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়
ছবি: পিআইডি

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সরকারি ছুটি ২২ দিন। তবে আগামী বছরের এই সরকারি ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্রবার পড়েছে দুই দিন, যেখানে চলতি বছরের ২২ দিনের মধ্যে ৮ দিনই পড়ে শুক্র ও শনিবার। বিস্তারিত পড়ুন...

ইলিশ ধরছেন ভারতীয় জেলেরা, নিষেধাজ্ঞায় লাভ কী

ইলিশ ধরার ওপর দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা জারি হয়েছে ১২ অক্টোবর থেকে। ২২ দিন পর আবার ইলিশ ধরতে জেলেরা নৌকা ভাসাবেন। তবে সবার নৌকা ভাসবে না। নিষেধাজ্ঞার প্রথম দিন থেকেই ঘাটে ঘাটে জেল-জরিমানা, নৌকা আটক, জাল পোড়ানোর যে যজ্ঞ শুরু হয়েছে, তাতে গরিব জেলেদের পেশায় ফেরা কঠিন হয়ে যাবে। প্রথম দিন ঢাকার দোহার উপজেলায় তিন জেলেকে ২২ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অর্থাৎ নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত তাঁরা বন্দী থাকবেন।
বিস্তারিত পড়ুন...

রাতে গাজায় ঢুকে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনারা

গাজা সীমান্তে সাঁজোয়া যানসহ কয়েক লাখ সেনা পাঠিয়েছে ইসরায়েল
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় নির্বিচার বোমা হামলার মধ্যেই এবার উপত্যকাটিতে সীমিত পরিসরে স্থল অভিযান চালাচ্ছেন ইসরায়েলের সেনারা। রোববার রাতভর গাজায় এমন বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন গাজা সীমান্তে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিস্তারিত পড়ুন ...

দক্ষিণ আফ্রিকার ‘হালাকু খান’–এর মার কীভাবে সামলাবেন সাকিবরা

তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান
ছবি: শামসুল হক

হাইনরিখ ক্লাসেন। ক্রিকেট অঙ্গনে নামটি নতুন নয়, আবার খুব একটা পুরোনোও নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৮ সালে পা রাখা এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ৪টি। ওয়ানডে আর টি-টোয়েন্টির অভিজ্ঞতা যথাক্রমে ৪৫ ও ৪১ ম্যাচের। এর মধ্যেই অবশ্য রথী-মহারথীদের নজর কাড়তে পেরেছেন।
বিস্তারিত পড়ুন...