পুলিশের তিন সদস্য নিহত, আহত ১১১৭ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, তিনজন নিহত হওয়ার পাশাপাশি ১ হাজার ১১৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ১৩২ জন গুরুতর আহত, ৩ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি।
গতকাল সোমবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এভাবে এত পুলিশ সদস্য আহত হওয়ার নজির ইতিহাসে নেই।
সরকারি চাকরিতে কোটার বিষয়ে শিক্ষার্থীদের পক্ষে আদালত রায় দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৮ সালে প্রধানমন্ত্রীও বলেছেন, কোটা থাকবে না। সংক্ষুব্ধ হয়ে দুজন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গিয়েছিলেন। হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। সেটিও সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছিল। তারপরও কেন আন্দোলন, সেটাই আমাদের প্রশ্ন। শুরু থেকেই বলে আসছি, এর পেছনে উসকানিদাতা রয়েছে। সেই আশঙ্কাই এখন সত্যি হয়েছে। শিক্ষার্থীদের সামনে রেখে দুষ্কৃতকারীরা নাশকতা করেছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।’
যাঁরা নাশকতা করেছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের অর্জন বিনষ্ট করার জন্য একের পর এক ঘটনা ঘটানো হয়েছে। নরসিংদীতে কারাগারে হামলা চালানো হয়েছে। ৯ জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, অস্ত্রাগার লুট করা হয়েছে। সেই অস্ত্র দিয়ে নাশকতা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনেও আগুন দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।