সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্কৃতি–সম্পর্কিত আধেয় প্রকাশের উদ্যোগ ছায়ানটের
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা সংগীত ও সংস্কৃতি–সম্পর্কিত আধেয় প্রকাশের উদ্যোগ নিয়েছে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছায়ানট। ১ ডিসেম্বর থেকে নিয়মিত এই আধেয়গুলো প্রকাশ করা হবে।
শুক্রবার ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ছয় দশকের বেশি সময় ধরে নিজস্ব ভান্ডারে বিশাল সংস্কৃতি-সম্ভার জড়ো করেছে ছায়ানট। সেগুলোই নিয়মিত সংস্কৃতিপ্রেমী মানুষের সামনে তুলে ধরা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছায়ানটের এই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার বিকেল চারটায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।