আওয়ামীপন্থীদের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান বিএনপিপন্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিছবি: সংগৃহীত

আওয়ামী লীগপন্থীদের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান কমিটিকে ‘অনির্বাচিত’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বিজ্ঞপ্তিতে সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আবদুস সালাম স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অনির্বাচিত শিক্ষক সমিতির বিগত দিনের কর্মকাণ্ড শিক্ষক-শিক্ষার্থীবান্ধব না হওয়ায়, স্বৈরাচারী সরকার ও তাদের দোসরদের অব্যাহত সমর্থন দেওয়ায় এবং সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাদা দলের শিক্ষকেরা এই সমিতিকে প্রত্যাখ্যান করছেন।

গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যকর পরিষদের নির্বাচন হয়। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এই নির্বাচন বর্জন করেছিল। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমিতির ১৫টি পদে জেতে আওয়ামীপন্থী নীল দল। সভাপতি হন নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা।

শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়ার পর সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘সমিতির বর্তমান কমিটি বিনা ভোটে নির্বাচিত। অর্থাৎ অনির্বাচিত। এ ছাড়া তাদের কর্মকাণ্ড শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক নয় বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সেই জায়গা থেকে আমরা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাই আমরা তাদের প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছি।’