ফরিদপুরে আজ মঙ্গলবার সকালে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যে ১৩ জন নিহত হয়েছেন, তাঁদের মধ্যে আছেন মা ও মেয়ে। আজ সকাল পৌনে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম শুকুরুন্নেসা (৭৫) ও মেয়ের নাম মনিরা বেগম (৪৫)। তাঁরা ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার হিদাডাঙ্গা গ্রামে থাকতেন।
শুকুরুন্নেসার ভাতিজি রহিমা বেগম বলেন, শুকুরুন্নেসার স্বামী খালেক শিকদার বহু আগেই মারা গেছেন। চার মেয়ে ও দুই ছেলের সবাই বিবাহিত।
মেয়ে মনিরা বেগমের স্বামী ইব্রাহিম শেখ কৃষিকাজ করতেন। তবে মনিরার মেয়ের বয়স যখন সাত দিন, তখন জ্বরে আক্রান্ত হয়ে ইব্রাহিম শেখ মারা যান। তখন থেকে মেয়েকে নিয়ে মা শুকুরুন্নেসার কাছেই থাকতেন মনিরা।
মনিরার মেয়ে রীমা বলেন, ‘আমার বাঁইচ্চা থাকার সব স্বপ্ন শেষ হয়ে গেল। নানি আর মা আমারে বড় করেছে। এক দিনে তাঁরা নাই হয়ে গেল।’