সব ধরনের সহিংসতা বন্ধের দাবি এমজেএফের
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাসহ সব ধরনের সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এসব ঘটনার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছে তারা।
আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানায় এমজেএফ। এতে বলা হয়, তরুণ প্রজন্মের গণ–আন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দেওয়া লাখো জনতা বিজয় উল্লাসে মেতে ওঠে। কিন্তু এর পরপরই সারা দেশে শুরু হয় ভিন্নধর্মাবলম্বীদের বাড়ি, উপাসনালয়, থানা, রাজনৈতিক কার্যালয় ও ভাস্কর্যে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘দেশে যে গণতন্ত্রহীনতা ও অপশাসনের সংস্কৃতি শুরু হয়েছিল। সেখান থেকে মুক্তির আনন্দে আমরাও আনন্দিত। কিন্তু বিজয়–পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমরা সব সময় নিপীড়নের বিরুদ্ধে। আমরা চাই এই দেশে সব ধর্ম-বর্ণ-লিঙ্গের মানুষের সহাবস্থান ও নিরাপদ জীবন।’