ঈগল মশার কয়েলের ক্যাম্পেইন শুরু
২০ আগস্ট ছিল বিশ্ব মশা দিবস। এ উপলক্ষে ‘মশাদের আক্রমণ, রুখতে হই সচেতন’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড ‘ঈগল মশার কয়েল’। জনসচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী নাজমুল আবেদীন ও পরিচালক কাজী আফনান আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, অভিনেত্রী দিলারা জামান ও সংগীতশিল্পী ফাহমিদা নবী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হেড অব সেলস মারুফ আহসান ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ।
অনুষ্ঠানে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী নাজমুল আবেদীন বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড পরিবার সব সময় বদ্ধপরিকর। জনসাধারণের মধ্যে ডেঙ্গুবিষয়ক সচেতনতা তৈরি করতে আমাদের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই ক্যাম্পেইনের সূচনা হলো। ডেঙ্গু মশার বিরুদ্ধে আমাদের এ রকম প্রচেষ্টা চলমান থাকবে।’
ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, অভিনেত্রী দিলারা জামান ও সংগীতশিল্পী ফাহমিদা নবী ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ করতে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে মিরপুর-১১ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। অভিভাবক, শিক্ষার্থী ও কর্মকর্তারা সচেতনতামূলক বক্তব্যসহ প্ল্যাকার্ড হাতে র্যালিতে অংশ নেন। এ সময় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফগার মেশিনের দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।