সন্দ্বীপের সাবেক সংসদ সদস্যসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

সন্দ্বীপ উপজেলার ম্যাপ

চট্টগ্রামের সন্দ্বীপে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, চাঁদা দাবি ও যানবাহন চুরির অভিযোগে স্থানীয় সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানসহ ৩৭ জনের নামে থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয়ের আরও ৫০ থেকে ৬০ জনকে। গত রোববার সন্দ্বীপ থানায় মামলাটি করেন সন্দ্বীপ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নাছির উদ্দিন।

মামলার বাদী নাছির উদ্দিন যুবদলের (বিএনপি) সন্দ্বীপ পৌরসভা শাখার আহ্বায়কের পদে ছিলেন। তবে সম্প্রতি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ও আমানউল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের নাম রয়েছে। বাকি আসামিরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ সদস্যসহ আরও পাঁচজন আসামির নির্দেশে অপরাপর আসামিরা গুপ্তছড়া সড়কের কেঞ্জাতলি বোর্ড স্কুলসংলগ্ন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান এবং তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে সাঁওতাল খাল এলাকায় তাঁর বালুমহাল থেকে এক কোটি এক লাখ টাকার বালু, একটি ড্রেজার ও একটি ট্রাক চুরি করে নিয়ে যান। এ সময় আসামিরা তাঁকে হুমকি দেন ও মারধর করেন।

পুলিশ জানায়, মামলার পর পুলিশ এজাহারভুক্ত একজনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সংসদ সদস্যসহ মামলার বেশির ভাগ আসামি আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।