চট্টগ্রামে বৃষ্টির বাধা তুচ্ছ করে ফয়’স লেক পার্কে উৎসব

সকাল থেকেই ভারী বর্ষণ হচ্ছিল। তবে বৈরি আবহাওয়াকে তুচ্ছ করে সময়ের আগেই ফয়স লেক পার্কে ভিড় জমিয়েছেন কৃতী শিক্ষার্থীরা। আজ সকালে তোলাসৌরভ দাশ

আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, আজ রোববার চট্টগ্রামে বৃষ্টি হবে। পূর্বাভাসমতো ভোর থেকেই আকাশ মেঘে ঢাকা ছিল। ভারী বৃষ্টিও হয়েছে। তবে বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি সদ্য মাধ্যমিক পাস করা কৃতী শিক্ষার্থীদের কাছে। চট্টগ্রামের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে দলে দলে ছুটে এসেছে তারা। তারুণ্যের উচ্ছ্বাস হার মানিয়েছে দুর্যোগকে।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজ চট্টগ্রাম পর্বের এ আয়োজনে বেলা ১১টা পর্যন্ত প্রায় চার হাজার শিক্ষার্থী যোগ দিয়েছে। অনুষ্ঠানস্থল নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক তারুণ্যের পদচারণে মুখর হয়ে উঠেছে সকাল থেকেই।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

দিনব্যাপী এ আয়োজনে পুরো পার্ক ঘোরার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক পর্ব, তারকা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। সকাল ৯টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। তবে ৮টা থেকেই শিক্ষার্থীরা ভিড় করে প্রবেশফটকের সামনে। বৃষ্টি উপেক্ষা করেই তারা আসতে থাকে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠতে। কেউ এসেছিল বন্ধুদের সঙ্গে, কেউ আবার মা–বাবার সঙ্গে।

হ্রদের ধারে সেলফি তোলায় ব্যস্ত দুই শিক্ষার্থী। আজ সকালে তোলা
সৌরভ দাশ

কথা হয় নগরের বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে। নাফিসা আক্তার নামের এক শিক্ষার্থী জানায়, বৃষ্টি হলেও বন্ধুদের সঙ্গে দেখা ও আনন্দ করতেই ছুটে এসেছে সে। সুমাইয়া আক্তার নামের আরেক শিক্ষার্থী জানায়, সে এসেছে পটিয়া উপজেলা থেকে। আগের দিন রাতেই সে নগরে আত্মীয়ের বাসায় চলে এসেছিল।
সেলফি বুথের সামনে কথা আরও ৭-৮ জন শিক্ষার্থীর সঙ্গে। ফোন হাতে সেলফি তুলতে ব্যস্ত তারা। কেউ একা, কেউবা বন্ধুদের নিয়ে। সকালে পুরো পার্ক ঘুরে দেখছে তারা।

বেলা ১টায় মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক পর্ব। এতে শিক্ষার্থীদের ফল উদ্‌যাপন করতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ ইফতেখার, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রুম্মান সিদ্দিকী, উদ্যোক্তা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান, সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী, শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

অনুষ্ঠানে যোগ দেওয়ার নিবন্ধন করতে ও কুপন সংগ্রহ করতে ভিড় করেন তরুণ–তরুণীরা। আজ সকালে তোলা
সৌরভ দাশ

আয়োজনে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য উপহার তালিকায় থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইন বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ৬ মাসের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড় ও একটি আকর্ষণীয় চাবির রিং। শিক্ষার্থীদের জন্য নাশতা সরবরাহ করেছে ফ্রেশ ও সানকুইক ব্র্যান্ড।