গুমের অভিযোগ করার সময় বাড়ল

প্রতীকী ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে অভিযোগ করার সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন এ তথ্য জানায়।

গত ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কমিশন গঠন করে সরকার। এই কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী অভিযোগ জানাতে পারবেন। ডাকযোগে ও ই-মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা: ৯৬ গুলশান, গুমসংক্রান্ত তদন্ত কমিশন। ই–মেইল: edcommission.bd@gmail.com

আরও পড়ুন

অভিযোগে গুমের ঘটনার সুনির্দিষ্ট বিবরণ, ঘটনার স্থান, তারিখ ও সময়, অভিযোগকারী ও তাঁর মা-বাবার নাম, ভুক্তভোগীর নাম ও তাঁর মা-বাবার নাম, ভুক্তভোগীর সঙ্গে অভিযোগকারীর সম্পর্ক, অভিযোগকারী ও ভুক্তভোগীর ডাক-ঠিকানা, মুঠোফোন নম্বর, ই-মেইল ও অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তি বা সংস্থার নাম-ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে। এ ছাড়া গুমের ঘটনার সমর্থনে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণাদি, সাক্ষীদের নাম-ঠিকানার তালিকাসহ অভিযোগকারী ও ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) দাখিল করতে বলা হয়েছে।