৫০ ও ৩০ বছর পূর্তিতে বুয়েটের দুটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলে ১৯৭৪ ও স্থাপত্যে ১৯৭৫ ব্যাচের স্নাতকদের ৫০ বছর এবং প্রকৌশলে ১৯৯৫ ও স্থাপত্যে ১৯৯৬ ব্যাচের স্নাতকদের ৩০ বছর পূর্তিতে এই দুটি ব্যাচের যথাক্রমে ৯৭ জন ১৫৫ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার বুয়েটের খেলার মাঠে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয় বুয়েট অ্যালামনাই।
বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক আইনুন নিশাত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক অধ্যাপক এ এফ এম আবদুর রউফ। সম্মানিত অতিথি ছিলেন অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য আবু বোরহান মো. বদরুজ্জামান।
প্রকৌশলী ইমু রিয়াজুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন এবং বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আল আমিন সিদ্দিক।
৫০ বছর পূর্তি হওয়া স্নাতকদের পক্ষ থেকে বুয়েট অ্যালামনাই ১৯৭০-১৯৭৪ ব্যাচের প্রতিনিধি প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ ও ৩০ বছর পূর্তি হওয়া স্নাতকদের পক্ষ থেকে বুয়েট ৮৮ ব্যাচের প্রতিনিধি প্রকৌশলী মো. শহিদুল আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।
শুক্রবার বেলা তিনটায় বুয়েটের মাঠে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ওই দুই ব্যাচের লেখার সমন্বয়ে ‘নিউজলেটার ডিসেম্বর ২০২৪’ প্রকাশ করা হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর রাত আটটায় ছিল নৈশভোজের আয়োজন।