মোহাম্মদপুরের চারটি কেন্দ্রে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৮ শতাংশ

রাজধানীর মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে মোট চারটি ভোটকেন্দ্র। এর দুটি পুরুষ ও দুটি নারী কেন্দ্র। এসব কেন্দ্রে ভোটার ১৩ হাজার ৮৩ জন। আজ রোববার বেলা একটা পর্যন্ত এই চার কেন্দ্রে ভোট পড়েছে ১ হাজার ৬৫টি। অর্থাৎ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ৫ ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে।

এসব ভোটকেন্দ্র ঢাকা-১৩ সংসদীয় আসনের আওতাধীন। এখানে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।

আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে অবস্থান করেন এই প্রতিবেদক। দেখা যায়, ভোটার উপস্থিতি একেবারেই কম। কোনো কেন্দ্রের সামনেই ভোটারদের সারি নেই। দু-একজন করে এসে ভোটাররা নিজেদের মতো ভোট দিয়ে যাচ্ছেন।

মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ৬৯ নম্বর পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১৩৫। এই কেন্দ্রে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৪৩৮টি। এই বিদ্যালয়ের চারটি কেন্দ্রের মধ্যেই এই কেন্দ্রটিতেই বেশি ভোট পড়েছে।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার প্রথম আলোকে বলেন, ভোটার উপস্থিতি খুব বেশি নয়। এখন পর্যন্ত ১০ শতাংশের কম ভোট পড়েছে। বাকি সময়ে খুব বেশি ভোটার উপস্থিত না হলে ভোট পড়ার হার কমই থাকবে।

মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের চারটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে দুটি নারী কেন্দ্রে। এর মধ্যে একটি কেন্দ্রে ভোটার ২ হাজার ৩৬৮ জন। ভোট পড়েছে মাত্র ১১৭টি। ভোটের হার ৪ দশমিক ৯। এই দুটি কেন্দ্রের নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, নারী ভোটার কম আসছেন।

আরেকটি নারী কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭২৯ জন। ভোট পড়েছে ২৪০টি। এই কেন্দ্রে ৭টি ভোটকক্ষ। এর মধ্যে ৬ নম্বর কক্ষে ভোট পড়েছে মাত্র ২১টি। এই বিদ্যালয়ের চারটি কেন্দ্র ঘুরে দেখা যায়, অধিকাংশ ভোটকক্ষেই ভোট গ্রহণকারী কর্মকর্তারা ভোটারের অপেক্ষায় বসে আছেন।

মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের একটি কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন আসাদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আরও বেশি ভোটার থাকবে মনে করেছিলাম।’