ছুটি নিয়ে বানোয়াট প্রজ্ঞাপন আমলে না নিতে অনুরোধ

জনপ্রশাসন মন্ত্রণালয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন উপলক্ষে ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণাসংক্রান্ত একটি বানোয়াট প্রজ্ঞাপন প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ জন্য বানোয়াট ওই প্রজ্ঞাপন আমলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ জানুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে।