সংসদীয় কমিটিকে ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
ভারতে শেখ হাসিনা কোন মর্যাদায় আছেন, জানতে চাইলেন সংসদ সদস্যরা
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন মর্যাদায় আছেন, তা ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির কাছে জানতে চেয়েছেন। তবে এ বিষয়ে মিশ্রি কী বলেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিক্রম মিশ্রি দিল্লিতে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে তাঁর বাংলাদেশ সফর বিষয় তুলে ধরেন। এই কমিটির সভাপতি কংগ্রেস নেতা শশী থারুর।
বিক্রম মিশ্রি গত সোমবার ঢাকা সফর করেন। এই সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়। ভারতের পররাষ্ট্রসচিব মিশ্রি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন।
ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানায়, সংসদীয় কমিটির বেশ কয়েকজন সদস্য মিশ্রির কাছে শেখ হাসিনা ভারতে কোন মর্যাদায় আছেন, সে বিষয়ে জানতে চেয়েছেন। তবে এ বিষয়ে মিশ্রির উত্তর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পিটিআই জানায়, সংখ্যালঘুদের বিরুদ্ধে যারা সহিংসতা করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে বিক্রম মিশ্রি সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন। মিশ্রি বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করে ভারত। দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, দূরদর্শী ও গঠনমূলকভাবে এগিয়ে নিয়ে যেতে চায় দিল্লি।
সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।